হাসানের আগুনে বোলিংয়ে তামিমের প্রাইম ব্যাংকের জয়

 হাসানের আগুনে বোলিংয়ে তামিমের প্রাইম ব্যাংকের জয়

স্বীকৃত ব্যাটারদের মধ্যে কেউই ত্রিশের কোটা পার করতে পারেননি। সর্বোচ্চ ৪০ রান আসে দশে নামা নাজমুল ইসলাম অপুর ব্যাট থেকে।

তাতে ১৯৬ রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। পরে হাসান মাহমুদের আগুনে বোলিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।  

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শাইনপুকুরের অধিনায়ক আকবর আলী। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম ব্যাংকের। ২৬ বলে ৩ চারে ১৭ রান করে হাসান মুরাদের শিকার হন অধিনায়ক তামিম ইকবাল। আরেক ওপেনার শাহাদাৎ হোসেন দিপুকেও (২৮) ফেরান মুরাদ।

ব্যাটিং বিপর্যয়ে পড়ে এরপর ১২৭ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে প্রাইম ব্যাংক। সেখান থেকে দলকে টেনে তোলেন নাজমুল ও রুবেল হোসেন। শেষ উইকেট জুটিতে ৬৯ রান যোগ করেন তারা। রুবেল অপরাজিত থাকেন ২৩ রানে। শাইনপুকুরের হয়ে মুগ্ধ চারটি, আরাফাত সানি তিনটি ও মুরাদ নেন দুটি উইকেট।

তাড়া করতে নেমে হাসান মাহমুদের তোপে পড়ে দিশেহারা হয়ে পড়ে শাইনপুকুর। তাই ১২৫ রানেই গুটিয়ে যায় তারা। ১০ ওভারে ২ মেডেনসহ স্রেফ ১৫ রান খরচে ৪ উইকেট নেন হাসান। এছাড়া ৩ উইকেট নেন সানজামুল ইসলাম। শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন আরাফাত সানি। নাজমুল অপুর মতো তিনিও ১০ নম্বরে ব্যাট করতে নেমেছেন।

Post a Comment

Previous Post Next Post